ওয়েব ডিজাইনঃ
দৈন্দদিন জিবনে আমাদের যেকোনো কাজ করার জন্য অনলাইনের উপর নির্ভরশীল হতে হয়। কারণ বর্তমানের যুগ চলে এসেছে আধুনিকের ছোয়ায়। তাই আমাদের যেকোনো প্রয়োজনের তাগিদে যেকোন কাজ সঠিকভাবে সর্ম্পূণ করার জন্য আমাদের অনলাইন মাধ্যমের দরকার হয়। আর অনলাইন মাধ্যমের নাম আসলেই যার নাম আগে আসে তা হলো ওয়েব ডিজাইন। আমরা আজ পর্যন্ত যত ওয়েবসাইটে গিয়ে যেকোন কাজ করে এসেছি সেই সব সাইট কিন্তু মূলত ওয়েব ডিজাইন করেই তৈরি করা হয়েছে। ওয়েব ডিজাইনের মাধ্যমে যেকোনো ওয়েবসাইট সুন্দরভাবে ডিজাইন করা যায়। আর সুন্দরভাবে যেকোনো ওয়েবসাইট ডিজাইন করলে আমরা সহজেই ওয়েবসাইটে ঢুকে যেকোনো কাজ কম সময়ে দ্রুত গতিতে করে আসতে পারবো। তাই এই সব ক্ষেত্রে ওয়েব ডিজাইন অনেক অনেক গুরুত্বপূর্ণ। web development and programming
এসব কাজের জন্য এখন যদি আমরা ওয়েব ডিজাইন শিখতে চাই সেক্ষেত্রে আমাদের কিছু ভাষা শিখতে হবে। তার মধ্যে হলঃ এইচটিএমএল, সিএসএস, এবং আরো সুন্দরভাবে সাইট ডিজাইন করার জন্যে সিএসএস এর ফ্রেমওয়ার্ক বুটস্টাপ ও প্রোগামিং ভাষা জাভাস্কিপ শিখলে আরো বেশী ভালো হবে। বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল, বই বা যেকোন ট্রেনিং সেন্টারে গিয়ে আমরা খুব সহজেই ওয়েব ডিজাইনটা শিখে ফেলতে পারি। তাই ওয়েব ডিজাইন শিখার পর আমরা ধীরে ধীরে যত বেশী কাজ করবো তত বেশী করে আমরা পুরো বিষয় সহজেই নিজের বসে আনতে পারবো। তাই আর দেরি কেন, এখন থেকেই শুরু করে নিন ওয়ে ডিজাইন শিখা, আর হয়ে যান একজন সফল ওয়েব ডিজাইনার।
ওয়েব ডেভেলপমেন্টঃ
ওয়েব ডিজাইন বলতে আমরা মূলত ওয়েবসাইটের ডিজাইন অংশকেই বুঝলাম। আর ওয়েব ডেভেলপমেন্ট বলতে ওয়েব সাইটের ডেভেলপমিং অংশকেই বুঝায়। কোনো ওয়েসাইটের ইউজারের থেকে ইনপুট নেওয়া এবং সেই ইনপুটকে আউটপুট হিসবে দেখানো, কোনো হিসাব-নিকাশের ফলাফল বের করা, সাইটের বিভিন্ন তথ্য কুকিজ হিসেবে রাখা ইত্যাদি নানানরকম কাজ করা হয়ে থাকে ওয়েব ডেভেলপমিং এর মাধ্যমে। বর্তমান সময়ে ক্যারিয়ার হিসেবে ওয়েব ডেভেলপমিং বড় একটা সেক্টর হয়ে দাড়িয়েছে। ওয়েব ডেভেলপমিং শিখতে হলে আমাদের প্রোগামিং সর্ম্পকে যথেষ্ট জ্ঞান রাখতে হবে। সেক্ষেত্রে ডেভেলপমিং এর জন্য আমাদের জাভাস্কিপ শিখতে হবে। তাহলে আমরা জাভাস্কিপ এর মাধ্যমে ইউজারের কাছ থেকে বিভিন্ন ইনপুট নিতে পারবো এবং সেই ইনপুটকে আবার আউটপুট হিসেবে শো করতে পারবো। বাংলায় ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে অথবা কোনো ট্রেনিং সেন্টারে গিয়ে আমরা সহজেই ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারবো। তাই আমাদের ভবিষত ক্যারিয়ার হিসেবে আমরা নিরদিধায় ওয়েব ডেভেলপমেন্টকে বেছে নিতে পারি।
প্রোগামিংঃ
কম্পিউটার সায়েন্ট এর অন্যতম ও অতুলনীয়ময় একটি অংশ হচ্ছে প্রোগামিং। ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট থেকে শুরু করে কম্পিউটার সায়েন্ট জগতে যত কিছু আছে সবকিছুতেই অনন্য অবদান হিসেবে প্রোগামিং কাজ করে যাচ্ছে। প্রোগামিং হচ্ছে এমন এক টেকনোলজি যেখানে ক্ষুদ্রতর থেকে বূহতর আকারে জ্ঞান অর্জন করার দরকার হয়ে থাকে। প্রোগামাররা বিভিন্ন ধরণের প্রোগ্রাম তৈরি করে রেখে দিয়েছে বলেই আজ আমাদের জন্য ওয়েব ডিজাইন ও ওয়েব ডেভেলপমেন্ট এর অনেক কাজ সহজ হয়ে এসেছে এবং আমরা সহজেই তা সব করে ফেলতে পারছি। এখন সফল প্রোগ্রামার হতে গেলে আমাদের অনেক কিছু শিখতে হয়। এখন প্রোগ্রামার ওয়েব ডিজাইনের এবং ওয়েব ডেভেলপমেন্ট এর সকল কাজ সর্ম্পকে অবগত থাকেন। প্রোগ্রামার হতে গেলে আমাদের প্রোগ্রামিং ল্যাংগুয়েজ জানতে হবে। তার মধ্যে সি, জাভা, জাভাস্কিপ, পাইথন সহ বাজারে আরো অনেক অনেক প্রোগ্রামিং ল্যাংগুয়েজ আছে। যেকোনো একটা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ জানতে আমরা সহজেই অন্য একটা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ খুব সহজেই শিখে নিতে পারবো। সেক্ষেত্রে আমাদের ইচ্ছাশক্তি থাকতে হবে। আমরা যদি ক্যারিয়ার হিসেবে প্রোগ্রামিং শুরু করি সেক্ষেত্রে আমরা সহজ ল্যাংগুয়েজ থেকে শিখা শুরু করে দিতে পারি। তার জন্য প্রথমে আমাদের সি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখতে হবে। সি হচ্ছে সকল প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর জনক। সি ল্যাংগুয়েজ এর সিনটেক্স অনেকটা সহজ ও অল্ড ফ্যাশনের। সি ল্যাংগুয়েজটা শিখে নিতে পারলে পরে আমরা অন্য যেকোনো ল্যাংগুয়েজ খুব সহজেই শিখে ফেলতে পারবো। প্রোগ্রামিং ল্যাংগুয়েজ খুব ভালোভাবে আয়তব করার জন্য আমাদের প্রচুর পরিমাণে প্র্যাচটিস এর প্রয়োজন হবে। আমরা যত প্র্যাচটিস করবো তত তাড়াতাড়ি ল্যাংগুয়েজ নিজের বসে আনতে পারবো। তাই প্রোগ্রামিং শিখার ক্ষেত্রে আমাদের ধের্য্য ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রমি হতে হবে। তাহলেই সব কিছু আমরা আমাদের নিজের বসে আনতে পারবো খুব সহজেই। web development and programming
পরিশেষে আমরা যাই করি না কেন, কম্পিউটার সায়েন্ট জগতে আমাদের সব কিছু করার জন্য আমাদের মেধাকে সঠিকভাবে সঠিক সময়ে কাজে লাগিয়ে করতে হবে। তাহলেই দেখা যাবে কোনো এক সময়ে দিন শেষে আমরা সফল হবই হবই, চ্যালেঞ্জ নিয়ে আমাদের এই কাজ গুলো করতে হবে।
কম্পিউটার সায়েন্ট রিলেটেড আরো সুন্দর সুন্দর নিত্যনতুন পোস্ট পেতে চাইলে ও পড়তে চাইলে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। আপনার দিঘায়ু কামনা করে আজকের পোস্ট এই পর্যন্তই শেষ করছি, খোদা হাফেজ। ধন্যবাদ।
0 Comments